ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪০, ১৩ আগস্ট ২০২০

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে মুন্নি খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দুড়দুড়িয়া ইউপির মনিহারপুর গ্রামের মুন্নার মেয়ে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিলো মুন্নি। এসময় পরিবারের সকলের অঘচোরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে। পরে খোজাখুজির এক পর্যায়ে অচেতন অবস্থায় মুন্নিকে পুকুরের পানি থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
কেআই//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি