ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেহেরপুর-২ আসনের সাংসদসহ ১০ জন করোনা আক্রান্ত   

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৯, ১৩ আগস্ট ২০২০ | আপডেট: ২১:৩৪, ১৩ আগস্ট ২০২০

মেহেরপুরে গত ২৪ ঘন্টায় মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও তার পরিবারের সদস্যসহ নতুন করে আরও ১০ জন করোনা শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদরে ২, গাংনীতে এমপি সাহিদুজ্জামান খোকনসহ তাঁর পরিবারের ৭ সদস্য ও মুজিবনগরে ১ জন রয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩২৪ জন। এর মধ্যে সুস্থ ১৬৩ জন, মৃত ৮ জন ট্রান্সফার্ড ২৩ জন এবং মেহেরপুরে বর্তমানে চিকিৎসাধীন ১৩০ জন। 

সিভিল সার্জন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১০ জন করোনা পজিটিভ। আক্রান্তরা নিজ নিজ বাড়ি থেকে চিকিৎসা সেবা নেবেন। এছাড়া বিধি অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হবে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা আক্রান্তদের সার্বিক খোঁজখবর নেয়া হচ্ছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি