ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৪৫, ১৩ আগস্ট ২০২০

গণপরিবহনে স্বাস্থ্য বিধি না মানা ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী উপজেলা শাখা। 

বৃহস্পতিবার (১৩.০৮.২০) দুপুর ১২টায় স্থানীয় চৌরাস্তায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন
ক্যাব বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মহব্বত জান চৌধুরী, সাধারন সম্পাদক মো. নুরইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুর, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, করোনার জন্য ৬০% ভাড়া বৃদ্ধি করা হলেও গণপরিবহনে এর অধিকহারেও ভাড়া আদায় করা হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঠাসাঠাসি করে ও দাড়িয়ে যাত্রী বহন করা হয়।

এসব বিষয় নিয়ে যাত্রী এবং বাস কনডাক্টরের মধ্যে অহরহ অপ্রতিকর ঘটনা ঘটছে। অতিরিক্ত ভাড়া কমিয়ে পূর্বের ভাড়া নির্ধারণ করা দাবী জানান তারা।

এমএস/আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি