ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিলেটে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৭, ১৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের সাদিপুর নামক স্থানে মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন। এতে আরও ৭ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া। 

নিহতরা হলেন ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে অটোরিকশাচালক জুনেদ মিয়া (২৮), একই উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামের ফজলে মিয়া (৩৯), তার স্ত্রী হামিদা বেগম (৩৫), মেয়ে আরিফা বেগম (১২) ও হামিদার বোনের মেয়ে কারিমা বেগম (৩)। 

মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, সিলেটগামী মামুন পরিবহনটি ঢাকা থেকে ছেড়ে আসছিল। দুর্ঘটনার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে জব্দ করে। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি