ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাউফলে করোনা রিপোর্ট নেগেটিভের ২ দিন পর বৃদ্ধের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ০০:১৪, ১৪ আগস্ট ২০২০

করোনার নেগেটিভ রিপোর্ট পাওয়ার দুইদিন পর মারা গেলেন পটুয়াখালীর বাউফল উপজেলা রিক্সা-শ্রমিক দলের সাবেক সভাপতি মো. মোখলেছুর রহমান (৬০)।

বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. আক্তার-উ-জ্জামান জানান, উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর নমুনা সংগ্রহ করে পাঠালে গত শনিবার (৯ আগষ্ট) করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। বুধবার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে অবস্থার অবনতি হয় ও রাত সোয়া ৯টার দিকে মারা যান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি