ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে করোনায় নারীর মৃত্যু, আক্রান্ত আরও ২৭

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৪, ১৪ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও সদরে এক নারীর মৃত্যু হয়েছে। ৭৮ বছর বয়সী ওই নারী সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বাসিন্দা।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তিনি মারা যান। দীর্ঘদিন থেকে তিনি উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা এবং ক্রনিক কিডনি সমস্যায়  ভুগছিলেন। 

এর আগে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠালে ওই দিনই তার করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় ১০ জনের মৃত্যু হলো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পাঁচ বিজিবি সদস্যসহ ২৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তরা সবাই সদর উপজেলার বাসিন্দা। 

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩০২ জন। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

এদিকে, ক্রমেই ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত ও মৃতের হার বেড়ে যাওয়ায় জেলাবাসীকে বাড়ির বাহিরে বের হলে মাস্ক পরিধানসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন দিয়েছেন চিকিৎসকরা।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি