ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নারী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ১৫ আগস্ট ২০২০

খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মোর্শেদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার ছোট ছেলে মো. আহাদ। 

শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগমের স্বামী স্থানীয় ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেক। 

পুলিশ জানায়, সন্ত্রাসীরা গভীর রাতে আব্দুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে মোর্শেদা ও তার ছেলে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদাকে  মৃত ঘোষণা করেন। 

তার ছেলে আহাদ একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা এখনও জানা জানা যায়নি।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি