ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধুকে বরগুনা জেলা প্রশাসনের শ্রদ্ধা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ১৫ আগস্ট ২০২০

জাতীয় শোক দিবসে মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদন করেছে বরগুনা জেলা প্রশাসন। আজ শনিবার সকাল ৮টায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রথম শ্রদ্ধা জানান।

পরে পুলিশ সুপার মারুফ হোসেন ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে রাসেল স্কয়ারে শেখ রাসেলের প্রতিকৃতিতেও পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এদিকে, মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয়েছে।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি