ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৫০, ১৫ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

মেহেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। 

দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। 

এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খাঁন, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক এম.এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

এর আগে সকাল সাড়ে ৭টায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাড়ির চত্বরে জাতীয় পতাকা, শোক সম্বলিত পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি