ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় জাতীয় শোক দিবস পালিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ১৫ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:১৬, ১৫ আগস্ট ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠুসহ সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অতিথিরা। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। 

এছাড়াও জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে কালো ব্যাজ ধারণ, আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অংশগ্রহন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, অধ্যাপক শেখ জাভিদ হাসাস, শিক্ষক মোশাররফ হোসেন টগর, উপজেলা যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মীর আব্দুল অদুদ মন্টু, যুগ্ম সম্পাদক মোকতার আলী, শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক খন্দকার ফারুক হোসেন, সড়ক সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক লাল্টু হোসেন, সদস্য আবেদ আলী, অফিস সহকারী আতিয়ার রহমান, শ্রমিক লীগ নেতা আলি আহম্মাদ, আসাদুল ইসলাম, মিন্টু, জনি, রাজু আহম্মেদ, আলম হোসেন, জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম গামা, ফারুক হোসেন, সনজিত কুমার নাথ, ইজিবাইক মালিক শ্রমিক সমিতি, ওয়াল্ডিং শ্রমিক সমিতি, ভ্যান-রিক্সা ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জাতি গভীরভাবে শোকাহত। জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি।
কেআই//


 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি