ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে জাতীয় শোক দিবস পালন

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৮, ১৫ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুর যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কালো ব্যাচ ধারণ, আলোচনা সভা, কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আজ শনিবার সকালে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে গাজীপুর মহানগর যুবলীগসহ অন্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জিএমপি পুলিশ, জেলা পুলিশ, সিটি করপোরেশন, জেলা পরিষদ, মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি