ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১১, ১৫ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গার জীবননগর সড়কে গাছের সাথে ধাক্কা লেগে আলমসাধু চালক নিহত হয়েছেন। শনিবার সকালে জীবননগরের সড়কের আন্দলবাড়িয়া হাইস্কুল সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমসাধু চালক সোলাইমান হক (২৫) উথলী বাস স্ট্যান্ডার্ডের নাইট গার্ড রহিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আন্দলবাড়িয়া থেকে একটি দ্রুতগামী আলমসাধু আন্দলবাড়িয়া হাইস্কুলের কাছে পৌঁছালে রাস্তায় সৃষ্ট গর্তে পড়ে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কায় চালক গুরুতর আহত হয়। 

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া  হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি