ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মিরসরাইতে শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২১, ১৫ আগস্ট ২০২০

আজ শোকাবহ ১৫ অগাস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এই উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মিরসরাই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা, ১নং করেরহাট ইউনিয়ন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন, ৯নং সদর ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়ন, সরকারি- বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন স্বেচ্চাসেবী সামাজিক  প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী নানা রকম কর্মসুচি  পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এরপর উপজেলা প্রশাসনের শোক র‍্যালি মিরসরাই সদর পদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, ইসমত আরা ফেন্সি, মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহাম্মদ, বীর মুক্তিযুদ্ধা সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আক্রমী, চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব প্রমূখ।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে আয়োজন করা হয় মিলাদ, দোয়া ও আলোচনা অনুষ্ঠানের। এসময় উপস্থিত ছিলেন, বারইয়ার হাট পৌরসভার মেয়র নিযাম উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগ সভাপতি  গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি সিরাজ উদ দৌলা,সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের ভুঁইয়া, সিরাজ উদ দৌলা, শাখাওয়াত উল্লাহ রিপন,মনছুর আহমদ ভুঁইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ সম্পাদক এরাদুল হক ভুট্টু, সাইফুল্লাহ দিদার,সাংগঠনিক সম্পাদক ইমন, সালাউদ্দিন, সদস্য মাজহারুল ইসলাম চৌধুরী সোহেলসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

দুপুর ১২টায় মিরসরাই পৌরসভা মিলনায়তনে পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। প্রধান আলোচক মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্যদের কবি আবদুল কাইয়ুম, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

এসময় বক্তাগণ বলেন, বাঙালির জীবনে সবচেয়ে মর্মান্তিক ও হৃদয়বিদারক দিন আজ। ১৯৭৫ সালের এই কালরাতে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী উচ্ছৃঙ্খল সদস্য। তাদের নির্মম বুলেটে সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে শাহাদতবরণ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি