ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্দ্বীপে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপ

প্রকাশিত : ২২:৪১, ১৫ আগস্ট ২০২০ | আপডেট: ২২:৪৭, ১৫ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ দেশের চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে নানা কর্মসূচি পালন করেছে। 

কর্মসূচির মধ্যে ছিলো-কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারন,জাতীয় পতাকা অর্ধনমিতকরন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভা,পুরস্কার ও গাছের চারা বিতরণ।

কবি আবদুল হাকিম অডিটোরিয়ামের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এমপি মাহফুজুর রহমান মিতা। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহজাহান বি.এ,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মিশন,সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ প্রমুখ।

এছাড়া কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা সমাবেশ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মাহফুজুর রহমান মিতা এবং বিশেষ অতিথি ছিলেন,মাস্টার শাহজাহান বি.এ। মুক্তিযোদ্ধা সমাবেশে সভাপতিত্ব করেন যুদ্ধকালীন কমান্ডার রফিকুল ইসলাম। 
কে আই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি