ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সুন্দরবন থেকে ট্রলার ও ফাঁদসহ আটক ৭ হরিণশিকারি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৮, ১৫ আগস্ট ২০২০

সুন্দরবন থেকে ট্রলার, হরিণ শিকারের ফাঁদসহ সাত হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ। শনিবার (১৫ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার পক্ষির চর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এসময় ট্রলার তল্লাশি করে দুইশ হাত ইলিশের জাল, দুইশ হাত নাইলনের তৈরী হরিণ শিকারের ফাঁদসহ কয়েককটি দা ও ছুরি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদোয়ানী গ্রামের মুনসুর আলী বিশ্বাসের পুত্র ইব্রাহীম বিশ্বাস (৩৫), ইব্রাহিমের পুত্র মাঃ ইউনুচ (১৮), একই গ্রামের মোঃ ইসমাইলের পুত্র মোঃ মোস্তফা (৩০), একই সায়রাবাদ গ্রামের আঃ হকের পুত্র শুকুর আলী (১৯), উত্তর কাঠালতলী গ্রামের আঃ হামিদের পুত্র ইলিয়াস (৩০), তালুকর চরদোয়ানী গ্রামের হাবিব মোল্লার পুত্র রাজু (২৫) ও মঠবাড়িয়া উপজেলার নলি গ্রামের আঃ ছালাম কাজির পুত্র জাকির কাজি (৩৫)।

সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পক্ষির চর এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ সাত হরিণ শিকারিকে আটক করা হয়েছে। সুন্দরবন থেকে আটককৃত শিকারিদের নিয়ে বন রক্ষিরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 

আগামীকাল রোববার সকাল নাগাদ মামলা দায়ের পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি