ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:০৫, ১৬ আগস্ট ২০২০ | আপডেট: ০১:০৯, ১৬ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ঐতিহাসিক অম্বিকা হলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
 
ফরিদপুর জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কোতয়ালী আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। 

এসয় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহ-সভাপতি মো. শামীম হক উপস্থিত ছিলেন।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি