ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে পিকআপ উল্টে ২ জনের প্রাণহানি 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০০, ১৬ আগস্ট ২০২০ | আপডেট: ১১:১৫, ১৬ আগস্ট ২০২০

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পিকআপ উল্টে ২ জনের প্রাণহানি ঘটেছে। মরদেহ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। 

আজ রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। 

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ময়মসিংহের দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকসহ দুইজন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।’

নিহতদের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি