ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে এখনও পানির নিচে নিম্নাঞ্চল, স্থায়ী জলাবদ্ধতা 

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১১, ১৬ আগস্ট ২০২০

যমুনাসহ সবগুলো নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে করে ঢাকার অদূরে টাঙ্গাইলে নতুন করে বন্যার অাশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে দ্বিতীয়দফা বন্যায় জেলার নিন্মাঞ্চলগুলো এখনও পানির নিচে। বাসাইল, মির্জাপুর ও কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকা তলিয়ে আছে। গত এক মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী এসব এলাকার দুর্গতরা। এতে করে দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। 

অন্যদিকে, প্রত্যন্ত এলাকায় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিয়েছে। খাদ্য সংকটের পাশাপাশি যোগ হয়েছে পানিবাহিত নানা রোগ।

প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসিরা 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি