ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নড়াইলে বিভিন্ন এতিমখানায় খাবার পাঠালেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৭, ১৬ আগস্ট ২০২০

জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নড়াইলের বিভিন্ন এতিমখানায় শিশুদের মাঝে খাবার দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ২৫টি এতিমখানার ৭শ’ শিশুর মাঝে উন্নতমানের খাবার তুলে দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর তত্ত্বাবধানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা এতিমখানাগুলোতে এই খাবার পৌঁছে দেন। খাবার পেয়ে খুশি এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা প্রধানমন্ত্রী ও মাশরাফিকে ধন্যবাদ জানান এবং দোয়া করেন।

এ ব্যাপারে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ জানান, ‘আমাদের এমপি মাশরাফি বিন মর্তুজা ঢাকায় অবস্থান করলেও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে এতিমদের মাঝে উন্নতমানের খাবার দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিমদের ভালোবাসেন। সবসময় এতিমদের ব্যাথা-বেদনার কথা বলেন। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নড়াইলের বিভিন্ন এতিমখানায় খাবার দিয়েছেন মাশরাফি।’

নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নশীল দেশে কাঙালি ভোজ নয়, এতিমদের মাঝে উন্নতমানের মধ্যাহ্নভোজ পাঠিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।’

এআই//এমবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি