শোক দিবসে কুমিল্লায় ১৮ হাজার পরিবারকে খাদ্য সহায়তা
প্রকাশিত : ১৪:৫৬, ১৬ আগস্ট ২০২০
জাতীয় শোক দিবসে কুমিল্লায় ১৮ হাজার কর্মহীন অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির নেতৃত্বে মহানগর, সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
শনিবার (১৫ আগস্ট) স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন, কুমিল্লা সদর আসনের এমপি বাহার। পরে মহানগর ও আদর্শ সদর উপজেলার ৯০টি স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৯০ টন চাল, ৫৪ টন আটা, ৩৬ টন আলু, ৩৬ টন পেঁয়াজ, ১৮ টন ডাল ও ১৮ টন তৈল।
এআই//এমবি
আরও পড়ুন