ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

যাত্রীবাহী বাস চাপায় প্রাণ গেল দুই কলেজ ছাত্রের

সাভার (ঢাকা) প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৬, ১৬ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:২৫, ১৬ আগস্ট ২০২০

ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন, ধামরাইয়ের উত্তর হাতকড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব। অপরজন আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)। তারা দুজনই এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, সকালে উপজেলার হাতকড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিল সজিব ও রাশিদুল। এ সময় ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী একটি সাকুরা পরিবহনের সঙ্গে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারা যান।

নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় বাস চালক পলাতক থাকলেও বাস- মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি