ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩০, ১৬ আগস্ট ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একদিন বন্ধের পর আজ রোববার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু'দেশের আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

বাংলা হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বলেন, গতকাল শনিবার ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। 

আজ রোববার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। একইসাথে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তি, ডেলিভারী দেওয়াসহ সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি