ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাঁচ মাস পর হিলি রেলস্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৩, ১৬ আগস্ট ২০২০ | আপডেট: ১৭:২৫, ১৬ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ চার মাস ২২দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি রেলস্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘদিন পর ওই পথে ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।

রোববার সকাল ১০টা ১০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে থামে। যথারিতি যাত্রী ওঠানামা করার পর ট্রেনটি হিলি স্টেশন ছেড়ে চলে যায়।

হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার বলেন, করোনাভাইরাসের কারণে গত ২৪মার্চ থেকে হিলি রেলস্টেশন দিয়ে বরেন্দ্র ও তিতুমির এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ রোববার আবারও তিতুমির এক্সপ্রেস ট্রেন চালুর মধ্য দিয়ে হিলি রেলস্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

কে আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি