ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে করোনায় মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ০০:৫৯, ১৭ আগস্ট ২০২০

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রউফ (৭২) এর মৃত্যু হয়েছে। তিনি হরিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।  হরিপুর উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
এদিকে পারিবারিক সুত্রে জানা যায়, রোববার বিকেলে হরিপুরের দেহট্টো গ্রামে মরহুমের নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর তাকে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। 

তাঁর মৃত্যুতে ঠাকুরগাঁও -২ আসনের এমপি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিগণ শোক প্রকাশ করেছেন।

কেআই//আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি