ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন 

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৩, ১৭ আগস্ট ২০২০

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান-ত্রিমোহনী এলাকায় আত্রাই ও চিত্রা নদীর ভাঙ্গন প্রতিরোধে মাননববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় এ মানববন্ধন করেন এলাকাবাসী।

এতে বক্তব্য রাখেন, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক, ইউপি সদস্য বৈদ্যনাথ ঘোষ, গোবিন্দ সাহা ও কল্পনা সাহাসহ ক্ষতিগ্রস্তরা।  

বক্তারা বলেন, ‘নড়াইলের পিরোলীস্থান-ত্রিমোহনী এলাকায় আত্রাই ও চিত্রা নদীর ভাঙ্গনে অনেক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙনের মুখে রয়েছে। এছাড়া এ এলাকার দলিত সাহা ও কল্পনা সাহার বাড়িসহ ঋষি পরিবারের অনেক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।’

এমতাবস্থায় ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ক্ষতিগ্রস্তরা

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি