ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দোহারে করোনায় আরও একজনের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৫, ১৭ আগস্ট ২০২০

ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা গ্রামে করোনায় আক্রান্ত হয়ে আবুল খায়ের (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা ৮ জনে দাঁড়াল। 

রোববার (১৬ আগস্ট) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টায়  ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার কর্মীরা শিলাকোঠায় তার লাশ দাফন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার সকাল পর্যন্ত দোহারে করোনা আক্রান্ত হয়েছেন ৪১০ জন। এরই মধ্যে  ৩০০ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

এআই//এমবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি