ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাউফলে নদীতে নিখোঁজ শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৮, ১৭ আগস্ট ২০২০

পটুয়াখালীর বাউফলের আলোকি নদীতে নিখোঁজের দুইদিন পর রায়হান (১১) নামে এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে নদীর পূর্ব-চাঁদকাঠি পয়েন্টে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। 

শিশুটির বাবার নাম মো. হারুন-অর-রশিদ। ঢাকার মীরপুর-২ এলাকার চম্পা-পারুল প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত রায়হান।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বাবা-মায়ের সঙ্গে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি উপজেলার জাফরাবাদে এসে আলোকি চাঁদকাঠি এলাকার খালু মোজ্জামেল হকের বাড়িতে বেড়াতে যায় সে। শনিবার দুপুরে বাড়ির শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল দুইদিনেও সন্ধান করতে পারেনি শিশুটির।

উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য মো. সজিব জানান, ‘ঘটনার দিন নদীতে স্রোত থাকায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

এআই//এমবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি