ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতনায় বন্যার্ত ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল নৌবাহিনী

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৮, ১৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মধুমতি নদী ভাঙ্গন কবলিত এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ইতনা ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।  

এতে চাল, ডাল, চিনি ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন থেকে প্রধানমন্ত্রী প্রদত্ত প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল ও মাস্ক দেয়া হয়। 

নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা ও নৌবাহিনী খুলনা নেভাল কমান্ডের কমান্ডার এম জাহিদুর রহমান এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়া ইউএনও মুকুল কুমার মৈত্র, ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগর, লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এ করিম প্রমুখ। 

এআই//এমবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি