ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নানীর জানাজায় অংশ নেয়া হলো না হিমেলের 

নেত্রকোনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১২, ১৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নেত্রকোনায় নানীর জানাজায় অংশ নিতে ঢাকা থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হিমেল নামে (৩৫) এক যুবক। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পূর্বধলা উপজেলার ভবের বাজার নামক স্থানে দুটি পিকআপ ভ্যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পাবই গ্রামের নানী জুলেখা বেগমের মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে নাতি হিমেল, তার পরিবার ও আত্মীয় স্বজনরা মিলে একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা ভবের বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক আসা থেকে একটি মাছ বোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হিমেল নিহত ও বাকিরা আহত হন। 

গুরুতর আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও নেত্রকোনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 
     
নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি