ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

হিলিতে সরকারি ভাতাভোগীদের মাঝে কার্ড বিতরণ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ১৭ আগস্ট ২০২০

দিনাজপুরের হিলিতে আলিহাট, বোয়ালদাড় ও খট্টামাধবপাড়া এই তিনটি ইউনিয়নে বয়স্ক, বিধবা ও স্বামী নিগ্রহীতা মহিলা ভাতাভোগীদের ২৬১টি ভাতা পরিশোধের বই বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন তাদের মাঝে ভাতা পরিশোধের বই বিতরণ করেন। 

প্রতিটি ইউনিয়নে ৫০টি করে বয়স্ক ভাতা ও ৩৭টি করে বিধবা ও স্বামী নিগ্রহীতা ভাতার কার্ড বিতরণ করা হয়। সর্বমোট তিনটি ইউনিয়নে ২৬১টি বয়স্ক, বিধবা ও স্বামী নিগ্রহীতা ভাতার কার্ড বিতরণ করা হয়।

এসময় সেখানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.কামরুজ্জামান, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান মেফতাহুল জান্নাতসহ তিন ইউনিয়নের মেম্বাররা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি