ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্বাস্থ্যবিধি না মানায় হিলিতে জরিমানা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২০, ১৭ আগস্ট ২০২০

দিনাজপুরের হিলিতে মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মেনে বাসে যাত্রী উঠানোয় পথচারী, মোটরসাইকেল চালক ও বাসের কন্ট্রাকটারসহ ৮ জনকে ৬ হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে হিলি স্থলবন্দরের টেম্পু স্টান্ডমোড়ে এ জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘হিলিতে করোনা ভাইরাসের সংক্রমণের হার বাড়লেও মানুষের মাঝে মাস্ক পড়ার প্রবণতা কম লক্ষ্য করা যাচ্ছে। তাই তাদেরকে মাস্ক পড়তে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান চালানো হয়েছে। এ সময় মাস্ক না পড়ায় পথচারী, মোটরসাইকেল চালককে এবং স্বাস্থ্যবিধি না মেনে বাসে প্রতি সিটে যাত্রী উঠানোয় বাসের কন্ট্রাকটরসহ ৮ জনকে ৮টি মামলার মাধ্যমে ৬ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’

এআই//এমবি

 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি