গাংনীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
প্রকাশিত : ১০:৩৬, ১৮ আগস্ট ২০২০
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে খসরুল আলম (খসরু) (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার কাজীপুর গ্রামের হালসানা পাড়ার উকিল উদ্দীনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. খবির উদ্দীন জানান, ‘সোমবার খসরু প্রতিদিনের ন্যায় সীমান্ত এলাকায় একটি জমিতে কাজ করছিল। এ সময় বিষধর সাপ তার পায়ে কামড় দিলে অসুস্থ হয়ে পড়েন। সাপে কামড়ের বিষয়টি তার পরিবারের সদস্যদের কাছে গোপন করে। রাত গভীর হওয়ার সাথে সাথে অসুস্থতাও বাড়তে থাকে। এক পর্যায়ে সাপে কামড়ের বিষয়টি পরিবারের সদস্যদের জানালে একজন ওঝাকে দিয়ে বিষ উত্তোলনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।’
মৃতের পরিবার ও স্থানীয় সৃত্র জানায়, খসরুর নামে একটি মাদকের মামলা রয়েছে। মামলার পর থেকে অনেকটাই আত্মগোপনে থাকতো সে। পুলিশের হাতে আটক হতে পারে এমন আশঙ্কায় হাসপাতালে চিকিৎসা নিতে যাননি তিনি।
এআই//এমবি
আরও পড়ুন