ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হিলিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ১৮ আগস্ট ২০২০

দিনাজপুরের হিলিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক স্বপন হোসেন (৩৮) নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেলে থাকা সোহেল রানা (৩২) আহত হয়েছেন। বর্তমানে সে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় হিলির মহেশপুর ঘাট নামক ব্রিজের পার্শ্বে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত স্বপন হোসেন বগুড়ার মহাস্থানগড়ের মথুরা গ্রামের মনিরুল ইসলামের ছেলে ও আহত সোহেল রানা একই জেলার নুনগোলা কৃষ্ণপুর গ্রামের মাহফুজার রহমানের ছেলে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, গতকাল সোমবার সন্ধ্যার দিকে বগুড়া থেকে সোহেল রানা ও স্বপন নামের দুই যুবক মোটরসাইকেল নিয়ে হিলিতে আসছিলেন। অপরদিকে হিলি থেকে কাঁচামরিচ নিয়ে একটি মিনিট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে হিলির মহেশপুর ঘাট নামক ব্রিজের পার্শ্বে মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক স্বপন হোসেন মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। 

এঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করে মামলা দায়েরপূর্বক মঙ্গলবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি