ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনায় সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩২, ১৮ আগস্ট ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।    

নিহত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান উপজেলার বম্রগাছা ইউনিয়নের বাড়োইভাগ গ্রামের বাসিন্দা এবং ভূমি অফিসের অবসরপ্রাপ্ত নাজির।     

নিহতের ছেলে ফয়সাল আহমেদ জানান, ‘শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে বাবাকে ৭/৮ দিন আগে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে তার নিউমোনিয়া হয়েছে বলে জানানো হয়। এ অবস্থায় বাবার অবস্থা খারাপের দিকে গেলে ঢাকার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার করোনা শনাক্ত হয়। এরপর তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

আজ মঙ্গলবার সকালে বাবাকে স্থানীয় সামাজিক সংগঠন ‘ইফার’ সদস্যদের মাধ্যমে গোসল করানোর পর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বলেও জানান ফয়সাল। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি