ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ধামইরহাটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ    

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫০, ১৮ আগস্ট ২০২০

নওগাঁর ধামইরহাটে ১০৩ জনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে কোভিড-১৯ মোকাবেলায় এসব সামগ্রী বিতরণ করা হয়। 

জনপ্রতিনি,সরকারি কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক,পুলিশ সদস্য এবং ইয়ুথ ফোরামের ১০৩ জন প্রত্যেক কে  ১ সেট পিপিই,১ বোতল হেক্সাসল,১০টি  গ্লাভস্ এবং ৫০টি করে সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী এসব সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন,নির্বাহী অফিসার গণপতি রায়,ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক মো.আবুল কালাম আজাদ,ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ম্যানেজার বিমল কুমার রুরাম,ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ,সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু,সাংবাদিক আব্দুল্লাহ হামিদী,হারুন আল রশীদ,প্রকল্প কর্মকর্তা গেণ্ডারিয়া রোজারিও,জুনিয়র অফিসার আনোয়ার হোসেন, হুমায়ুন সরকার প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি