ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

জীবননগরে করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১২, ১৮ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গার জীবননগরের ব্যবসায়ী পিয়াল সাফান ট্রান্সপোর্ট ও সোনারতরী কাউন্টারের পরিচালক খোকন (৩৮) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে তিনি মারা যান। খোকন জীবননগরের পোষ্ট অফিস পাড়ার মৃত শওকত আলীর ছেলে।

জানা গেছে, কয়েকদিন যাবত তিনি জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালে তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তবে রিপোর্ট হাতে আসার আগেই তিনি নিজ বাড়ীতে দুপুরে মৃত্যুবরণ করেন। পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না? 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জুলিয়েট পারউইন স্নিগ্ধা,তার নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি