ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে আ’লীগের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২১:২২, ১৮ আগস্ট ২০২০

করোনাকালীন চিকিৎসাসেবা সহায়তায় মেহেরপুর জেনারেল হাসপাতালে সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।  মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সামগ্রী হস্তান্তর করা হয়। 

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং জনপ্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কতৃক হাসপাতালে চিকিৎসা সেবায় ফ্রন্টলাইনে অংশগ্রহনকারীদের উপহার হিসাবে ওই সকল সুরক্ষাসামগ্রী  বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মো.নাসির উদ্দিন, হাসপাতালের তত্বাবধায়ক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 
চিকিৎসাসেবার সুবিধার্থে হাসপতাল কর্তৃপক্ষকে অক্সিজেন  ভেন্টিলেটর মেশিন, পিপিই, মাস্ক, সেনিটাইজারসহ ১৪ প্রকারের সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার, স্টাফ,নার্সসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি