ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নাটোরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৮, ১৮ আগস্ট ২০২০

নাটোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। গত সোমবার বিকেলে স্থানীয় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। 

এতে নাটোর কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আলোচক ছিলেন কমিটির সদস্য সচিব আব্দুল মালেক শেখ,অধ্যক্ষ মকছেদ আলী,অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, সাংবাদিক নবীউর রহমান পিপলু, আইনজীবি মানসী ভট্রাচার্য, সুব্রত কুমার,আলতাফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নিজেরা আত্মতুষ্টি না করে,আত্ম সমালোচনার মাধ্যমে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনার সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি