ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বগুড়ায় আর্সেনিকমুক্ত পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন

আহ্সান হাবীব,বগুড়া

প্রকাশিত : ০০:১৯, ১৯ আগস্ট ২০২০

বগুড়ার শাজাহানপুর ৪০ লাখ টাকা ব্যয়ে আমরুল ইউনিয়নের আর্সেনিক প্রবণ ১২টি এলাকায় গভীর নলকূপ স্থাপন (সাব মার্সিবলসহ) ও পাইপ লাইনের সাহায্যে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহ উপ-প্রকল্পের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জিওবি ও জাইকা এ প্রকল্পে অর্থায়ন করেছ।  

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ফুলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্প নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী(জনস্বাস্থ্য) রিপা পারভীন, আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম বিমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নুরুন্নবী তারেক, ঠিকাদারী প্রতিষ্ঠান জেরিন এন্টারপ্রাইজের প্রতিনিধি সিরাজুল হক রিক্তা, মোশারফ হাসান প্রমুখ ।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি