ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় ইয়াবাসহ গ্রেফতার ৩, মাইক্রোবাস জব্দ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৩, ১৯ আগস্ট ২০২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির টোল প্লাজা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সূত্রে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে। 

আজ বুধবার সকালে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সৈয়দ নরুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতরকৃতরা হলেন, নোয়াখালী জেলার চাটখিল উজেলার রুদ্র রামপুর গ্রামের ইমাম, তার স্ত্রী সোনিয়া এবং লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মাহবুবুল আলম। 

পুলিশ সুপার বলেন, ‘কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে ইয়াবা ঢাকায় যাচ্ছে এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দ পুলিশ দাউদকান্দির টোল প্লাজায় অবস্থান নেয়। পরে মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালালে মাইক্রোবাসে থাকা কাটুন উদ্ধার করা হয়। সেখানে ষাট লাখ টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা ও স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।’

পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।  

এআই//এমবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি