ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় আরও ৩শ’ পরিবার পেল খাদ্য সহায়তা

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৫৭, ১৯ আগস্ট ২০২০ | আপডেট: ১৩:৫৮, ১৯ আগস্ট ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহদাৎবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারে পক্ষে আরও ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে নগরীর দৈয়ারায় এসব খাদ্য সহায়তা তুলে দেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

এ সময় ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অহিদুর রহমান, যুগ্ম সম্পাদক গাজী সাদেকুর রহমান, আর্ট কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি