ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারের যুবক বিয়ারসহ মুন্সিগঞ্জে গ্রেফতার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ১৯ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শ্রীনগর ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮৬ ক্যান বিয়ারসহ প্রিন্স আকন ওরফে ইয়াছিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত ইয়াছিন দোহার উপজেলার মুকসুদপুর এলাকার মৃত জালাল আকনের ছেলে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে শ্রীনগর ফেরীঘাট এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য বিয়ার বিক্রির সময় প্রিন্স আকন ওরফে ইয়াছিনকে গ্রেফতা করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৮৬ ক্যান বিয়ার (যার পরিমাণ ২৮.৩৮ লিটার) উদ্ধার করা হয়। 

তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস  বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি