ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও সুবিধা বঞ্চিতরা পেল শিশু খাদ্য 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ১৯ আগস্ট ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় চলমান করোনা সংকটে অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে গুণীজন সংবর্ধনা পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার আশীষ চক্রবর্তীর সার্বিক সহায়তায় এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও কারিতাসের উদ্যোগে ১শ’ শিশুর মাঝে শিশু খাদ্য হিসেবে গুড়ো দুধ বিতরণ করা হয়। 

শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের হলরুমে গুণীজন সংবর্ধনা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। 

এতে গুণীজন সংবর্ধনা পরিষদের সভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য প্রমূখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে, ‘কোভিড-১৯ দুর্যোগের কারণে কর্মহীন হয়ে পড়া এসব পরিবারের অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তায় গুণীজন সংবর্ধনা পরিষদের ন্যায় অন্যান্য সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি