ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সলঙ্গায় শিশু ধর্ষণের আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৮, ১৯ আগস্ট ২০২০

সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ ছানোয়ার হোসেন (৩৫) নামে এক শিশু ধর্ষণকারীকে গ্রেফতার করেছে। তিনি রামকৃষ্ণপুর ইউনিয়নের পুস্তিগাছা গ্রামে আব্দুল মজিদের ছেলে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জেড জেড মো. তাজুল হুদা জানান, ‘মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে আজ বুধবার সকাল ১০টার দিকে সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে ছানোয়ারকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।’

পুলিশ জানায়, গত ১২ আগস্ট সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রামের ছানোয়ার হোসেন একই গ্রামের চার বছরের শিশুকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় শিশুটির বাবা পরদিন বৃহস্পতিবার সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। ওই মামলয় ধর্ষক ছানোয়ারকে গ্রেফতার করে পুলিশ।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি