ঢাকা, সোমবার   ০৪ নভেম্বর ২০২৪

বরিশালে ব্যবসায়ীকে হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২৭, ১৯ আগস্ট ২০২০

বরিশালের মেহেন্দিগঞ্জে ২০০১ সালে ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। 

মামালার অপর পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ দেন প্রথম অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. মাহাবুব আলম। আজ বেলা ১১টায় এই রায় দেয়া হয়। যাবজ্জীবন প্রাপ্ত দুই সহোদর হলেন, বাবুল সিকদার ও জাহাঙ্গীর সিকদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০১ সালের ২৭ মার্চ দুপুরে মিয়ার হাটে পূর্ব বিরোধের জেরে মোতাহার হোসনকে দণ্ডিতরা কুপিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোতাহারের ভাই আজাহার হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা করলে স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন।  

দেড় যুগ পর ভাই হত্যা মামলার রায় পেয়ে সন্তোয় প্রকাশ করলেও মামলার আইনজীবী বলেন, ‘দিবালোকে কুপিয়ে হত্যা করে বীরদর্পে চলে যাওয়ায় সকল আসামিদের একই ধরণের সাজা হলে ভাল হতো।’

এআই//এমবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি