চট্টগ্রামে সাংবাদিক এম শামসুল হুদার শোকসভা অনুষ্ঠিত
প্রকাশিত : ২০:২২, ১৯ আগস্ট ২০২০ | আপডেট: ২০:২৪, ১৯ আগস্ট ২০২০
শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ 'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ' এর উদ্যোগে সাংবাদিক এম.শামসুল হুদা স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল আজ মঙ্গলবার (১৮ আগষ্ট) সন্ধ্যা ৭টায় হালিশহর এ ব্লকে অনু্ষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলায়াত করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন,'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ' সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। সাপ্তাহিক উপনগরের নির্বাহী সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছড়াকার মামুন আল রশিদ, সন্দ্বীপ অ্যাসেসিয়েশন চট্টগ্রামের প্রচার সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, দৈনিক সান্ধ্যবাণীর চট্টগ্রাম ব্যুরো প্রধান এমদাদুল করিম সৈকত, সন্দ্বীপ নাগরিক সমাজের সমন্বয়ক মো. মিজানুর রহমান, মাসিক সোনালী সন্দ্বীপের প্রকাশক মো. ইব্রাহিম, মাসিক সন্দ্বীপমের বার্তা সম্পাদক তাজুল ইসলাম কামরুল, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নির্বাহী সদস্য অ্যাডভোকেট এস এম মোস্তফা, অনলাইন কালের খবর সম্পাদক ইকবাল ইবনে মালেক, দৈনিক নয়া বাংলার প্রতিনিধি মো. আবুল কালাম, দৈনিক মাতৃজগতের চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াদুল মামুন সোহাগ, অনলাইন জাগ্রত প্রতিদিন সম্পাদক এস ডি সুমন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ প্রতিনিধি ওসমান গাওহার প্রমু্খ। মরহুম এম. শামসুল হুদার পরিবারের পক্ষে আলোচনায় অংশ নেন, সাবেক ছাত্রনেতা সাদিক সন্দ্বীপি।
উল্লেখ্য, হালিশহর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনতার খবর সম্পাদক এম.শামসুল হুদা গত শুক্রবার ১৪ আগষ্ট বিকেলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন। চট্টগ্রাম ও সন্দ্বীপে দুটি নামাজে জানাজা শেষে তাকে বাউরিয়া কলাতলী সংলগ্ম দুলাল বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কেআই//
আরও পড়ুন