ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে স্ত্রীকে শাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩২, ২০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার চান্দরা মন্ডলপাড়া এলাকার সোনামুদ্দিনের ছেলে দুলাল উদ্দিন (৪০) ও তার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগম (২৮)।

পুলিশ ও স্বজনরা জানায়, পারিবারিক কলহের জেরে গতরাতে নিজ বাড়িতে স্বামী দুলাল উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। আজ সকাল সাড়ে ৯টার দিকে মোবাইলে তার মেয়েকে জানায়, তার মাকে হত্যা করেছে এবং সে মরে যাচ্ছে। 

তার কিছুক্ষণ পরে দুলাল ট্রেনের নিচে ঝাপ দিয়ে মারা গেছে বলে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে মূল রহস্য জানা যাবে।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি