ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ধানভাঙা কলেই প্রাণ গেল চালকের

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৩, ২০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাটে ধান ভাঙানোর মেশিনের (কল) ফিতায় জড়িয়ে আশিদুল ইসলাম (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার উমার ইউনিয়ের চকচন্ডি বিজিবির মোড়ে স্থাপিত ওই কলঘরে এ ঘটনা ঘটে। 

মৃত আশিদুল উপজেলার চকচন্ডি নলপুকুর গ্রামের মৃত মমেজ উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, আশিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রফেসর শফিকুল ইসলামের ধান ভাঙানো মিলের অপারেটর (চালনাকারী) হিসাবে হিসেবে কাজ করে আসছিলেন। ঘটনার দিন সকাল ১০টার দিকে কলে চাল ভাঙানোর সময় তিনি মিলের ফিতায় জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন আরও বলেন, ঘটনাটি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি