ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জীবননগরে বিট পুলিশিং কার্যক্রম শুরু 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০০, ২০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশিং সেবা গতিশীল ও গণমানুষের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। 

পুলিশিং কার্যক্রম গতিশীল করার জন্য পুলিশের সেবা গণমানুষের কাছে অতি সহজে পৌঁছানোর লক্ষ্যে সামাজিক চিত্র তুলে ধরে গঠনমূলক বক্তব্য রাখেন সিনিয়র সহকারী সার্কেল মো. আবু রাসেল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু যুগ্ম সম্পাদক ও আন্দুলবাড়ীয়া আশরাফীয়া আলিম মাদ্রসার সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু ও নারায়ণ ভৌমিক প্রমুখ।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি