ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নওগাঁর শিক্ষার্থীরা পেল বাইসাইকেল 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৪, ২০ আগস্ট ২০২০

নওগাঁ সদর উপজেলার শিক্ষার্থীরে মাঝে বাইসাইকেল ও টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে।

২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক তহবিল উন্নয়ন সহয়তার (এডিপি) আওতায় আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা হলরুমে এসব বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল। 

এ সময় সদর উজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যানসহ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ১৫০টি টিফিন ক্যারিয়ার ও ৪৮টি বাইসাইকেল বিতরণ করেন।

এআই//এমবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি